#কলকাতা: তৃণমূলে যোগ দিলেন সাঁওতাল সিনেমার জনপ্রিয় নায়িকা ঝাড়গ্রামের বরবাহা হাঁসদাি। বিরবাহা আদিবাসীদের সাংস্কৃতিক জগতে পরিচিত মুখ। বিরবাহার যোগদানে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হারানো জমি অনেকটাই ফিরে পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এ দিন সন্ধ্যেয় পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন বিরবাহা।
সিনেমার মতো রাজনীতিতেও দীর্ঘদিন রয়েছেন বিরবাহা। তৃণমূলের মঞ্চটা পেয়ে খুশি সাঁওতালি নায়িকা বললেন, "আমি এতদিন ধরে কাজ করে গিয়েছি। কিন্তু মানুষের একদম কাছে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না। তাই এখানে যোগ দিলাম। আমি প্রার্থী হব কিনা তা দল ঠিক করবে।"
ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বীরবাহা এক কথায় সাঁওতালি সিনেমার মহানায়িকা। তাঁর মা চুনিবালা ঝাড়খণ্ড পার্টির নেত্রী। ২০১৬ সালে বিরবাহা তৃণমূলের বিরুদ্ধ লড়াই করে বীনপুর আসন থেকে। সেবার জামানত জব্দ হয়েছিল তাঁর। উল্টো দিকে ছিলেন আরেক ডাকসাইটে নেত্রী সিপিএম-এর দেবলীনা হেমব্রম। এরপর লোকসভাতেও ঝাড়খণ্ড পার্টির হয়ে .লড়েন বিরবাহা। সুবিধে হয়নি সেবারেও। যদিও এতটুকুও টাল খায়নি জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকেই ব্যবহার করতে আসরে নামছে তৃণমূল।